+++ কৌতুক ||মেয়েদের গায়ে চিমটি| Best Education Page +++
যাত্রীবোঝাই বাসে উঠে স্বামী পড়লেন সুন্দরী এক তরুণীর পাশে। রড ধরে ঝুলতে থাকা স্বামীর অপর পাশে স্ত্রী দাঁড়ালেন এবং রাগে ফুঁসতে থাকলেন। হঠাৎ সুন্দরী কষে চড় লাগাল স্বামীর গালে আর মুখে বলল-
সুন্দরী : বদমাশ! মেয়েদের গায়ে চিমটি কাটিস ভিড়ের মধ্যে।
স্বামী চড় খেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল! তারচেয়ে বড় কথা বউকে সামলানো। তিনি স্ত্রীর দিকে ফিরে মিনতিভরা কণ্ঠে বললেন-
স্বামী : কসম জানু, আমি এই কাজ করি নাই!
স্ত্রী : তুমি কর নাই জানি। কারণ কাজটা আমিই করেছি। ডাইনিটা তোমার দিকে কেমন করে তাকিয়েছিল। চোখের পলক ফেলছিল না। তুমি তো খেয়াল কর নাই।
People Came Here By Searching :
|
**********************************
|

No comments:
Post a Comment