Breaking

Saturday, May 14, 2016

CMD প্রপারর্টিজ এর পরিবর্তন

CMD এর প্রপারর্টিজ পরিবর্তন

কম্পিউটারে দ্রুত কাজ করতে কমান্ড প্রম্পটের কোনো জুরি নেই। অনেক ব্যবহারকারী এই ফিচারটির সাথে পরিচিত।
কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ড রং কালো এবং ফ্রন্ট কালার সাদা যা অনেকেরই বেশ বিরক্তিকর লাগে। আপনি চাইলে
এই রং পরিরর্তন করে আপনার পছন্দমত রং ব্যবহার করতে পারেন।
এই কাজটি আপনি দুইভাবে করতে পারেন।


১. কমান্ড প্রম্পটের প্রপার্টিজ থেকে :

CMD প্রপারর্টিজ এর  পরিবর্তন

প্রথমে স্টার্ট মেনু থেকে run এ ক্লিক করুন এবং cmd  টাইপ করে এন্টার প্রেস করুন।
এবার কমান্ড প্রম্পটের উপর কার্সর নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে properties সিলেক্ট করতে হবে।
এবার একটি উইন্ডোজ ওপেন হবে এখানে আপনি color বাটনে ক্লিক করুন।
এরপর ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করতে চাইলে select background color এবং লেখার রং পরিবর্তন করতে select text color সিলেক্ট করতে হবে।
পরবর্তী ধাপে বিভিন্ন রং থেকে পছন্দের রংটি বাছাই করে Ok করি।
এর পর কমান্ড প্রম্পট ওপেন করলে সিলেক্টকৃত রংটি দেখা যাবে।

২. কমান্ডের মাধ্যমে রং পরিবর্তন করা :

CMD প্রপারর্টিজ এর  পরিবর্তন


রঙ বৈশিষ্ট্যাবলী দুই হেক্স সংখ্যার দ্বারা নির্দিষ্ট করা হয় - প্রথম
পটভূমি অনুরূপ ; দ্বিতীয় পুরোভূমি . প্রতিটি অঙ্ক
নিম্নলিখিত মূল্যবোধের কোনো হতে পারে:

    0 = Black       8 = Gray
    1 = Blue        9 = Light Blue
    2 = Green       A = Light Green
    3 = Aqua        B = Light Aqua
    4 = Red         C = Light Red
    5 = Purple      D = Light Purple
    6 = Yellow      E = Light Yellow
    7 = White       F = Bright White

Example: "COLOR fc" produces light red on bright white
এখন আপনার পছন্দের রঙে রাঙ্গিয়ে তুলুন কমান্ড প্রম্পটকে।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার  করতে ভুলবেন না। আর কোথাও ভুল ত্রুটি দেখলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ।


No comments: