Breaking

Sunday, May 19, 2019

চোর কৃতজ্ঞতা জানাতে আসবে!
উকিল সাহেব বেশ হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন অনেক আগেই। উকিলের স্ত্রী অবাক হয়ে বললেন-
স্ত্রী: কোন দিকে চাঁদ উঠলো আজ! এত সকাল সকাল সাহেব যে বাড়ি চলে এলেন।
উকিল: সে কথা পরে বলছি। আগে তোমার যাবতীয় কাপড়-চোপড় আর গয়নাগুলো শিগগিরই তোমার বাপের বাড়িতে রেখে আসো।
গিন্নি: ওমা সে কী! কেন?
উকিল: আজ এক অতি কুখ্যাত চোরকে বেকসুর খালাস দিয়ে এসেছি। সে নাকি সন্ধ্যার পরে কৃতজ্ঞতা জানাতে আসবে!

No comments: