Breaking

Wednesday, May 4, 2016

Matrix Effect তৈরি করুন কমান্ড প্রম্পট এর সাহায্যে



কমান্ড প্রম্পট উইন্ডোজের একটি পাওয়ারফুল টুলস কিন্তু দুংখের বিষয় আমরা অনেকে এটি এড়িয়ে যাই অনেকে এটি পছন্দ করে না কমান্ড প্রম্পট সবসময় এমনটি ছিল না কিন্তু চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমের আবির্ভাবের মধ্য দিয়ে মানুষ কমান্ড প্রম্পট টুলসের মাধ্যম্যে কম্পিউটিং বিরক্তিবোধ করে সে যাই হোক, কমান্ড প্রম্পট কিন্তু আসলে useless  নয় বস্তুত, এটা চমৎকার ব্যবহার হতে পারে
আমি আপনাদের দেখাব কমান্ড প্রম্পটের মাধ্যম্যে মজার মজার ট্রিকস ব্যবহার করা যায় তাহলে বুঝতে পারবেন কমান্ড প্রম্পট আসলে কতখানি দরকারি এবং মজার
1. কমান্ড প্রম্পট এর মাধ্যমে Matrix Effect তৈরি :
আপনি অবশ্যই Matrix Effect দেখে থাকবেন তাহলে আপনি বুঝতেই পারছেন আমি আপনাদের কি শিখাতে যাচ্ছি
http://besteducationpage.blogspot.com/

  মূলত  ছবিটি থেকে আপনাদের Matrix Effect সম্পর্কে ধারনা হয়ে গেছে আশা করি তো চলুন শুরু করা যাক Matrix  Movie থেকে অনুপ্রাণিত হয়ে Matrix Effect তৈরি করা হয়েছে এটি সত্যিই অনেক জনপ্রিয় আপনি মাত্র কয়েক লাইন কোড লিখে তৈরি করতে পারবেন Matrix Effect.
নিচের কোডটি কপি করে নোডপ্যাডে পেস্ট করুন আর সেভ করুন Matrix.bat নামে 
@echo off

color 02

:tricks

echo %random%%random%%random%%random%%random%%random%%random%%random%

goto tricks

এখন ডাবল ক্লিক করে ফাইল টি ওপেন করুন আর দেখুন মজা

No comments: