আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : বয়স্ক লোকদের মুখে ব্রণ হয় না কেন?

আমাদের মুখের চারপাশের সিবেসেয়াস গ্রন্থি েেথকে সিবাম নামে তেলতেলে জিনিসটার নিঃসরণে যখন বাধা পড়ে, তখনই ব্রণর সৃষ্টি হয়। মুখের চামড়ার নীচে সিবাম যেখানটায় সঞ্চিত থাকে, সে জায়গাটা ফুলে ব্রণর আকার ধারণ করে। সাধারণত, কিশোর বয়সে আমাদের শরীরের অ্যান্ড্রোজেন গ্রন্থি খুব সক্রিয় থাকে। এর ফলে এই সময়টায় সিবাম নিঃসরণ বেশি হয় এবং এর ব্যাপারটায় বাধা পড়লেই ব্রণ দেখা দেয়। বয়স্ক লোকেদের মধ্যে অ্যান্ড্রোজেনের কার্যকারিতা কমে যায়, এবং সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম নিঃসরণের পরিমাণও কমে আসে। বয়স্ক লোকেদের মুখে তেলেতেলে ভাবটা যে থাকে না সেটা এই কারণেই। সিবাম বেরোনোর হার এমনিতেই কমে যায় বলে, তার বাধা পাবার বিশেষ প্রশ্ন ওঠে না। এই কারণেই, বয়স্ক মানুষদের মুখে সাধারণত ব্রণ দেখা যায় না।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment