আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
আজকের বিষয় : ঠান্ডা লাগলে নাক দিয়ে জল পড়ে কেন?

সর্দি হওয়া বা ঠান্ডা লাগার জন্য দায়ী হল এক ধরনের রোগজীবাণু বা ভাইরাস। শরীরকে আক্রমণ করার পর ওই ভাইরাসগুলো আমদের শ্বাসনালির ভেতরের দেয়ালে বাসা বেধে বংশবৃদ্ধি করতে থাকে। ফলে ওই দেয়াল বা মিউকাস মেমেব্র্রেন এর কিছু কিছু কোষ নষ্ট হয়ে যায়। মৃত কোষ এবং তাদের ভেতরের জলীয় অংশ মিশে কাচা জলের মতো নাক দিয়ে বেরোতে থাকে। ভাইরাসে আক্রমণ জোরদার হলে শ্বাসনালীর দেয়ার রীতিমতো ক্ষতিগ্রস্থ হয়। তখন ওই দুর্বল জায়গায় এসে জোটে ব্যাকটেরিয়া নামে আর এক ধরনের রোগজীবাণু। ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে শরীরকে বাঁচাতে তখন এগিয়ে আসে রক্তের শ্রেতকণিকা। রোগজীবাণু শ্বেতকণিকাদের লড়াইয়ে মৃত জীবাণু ও শ্বেতকণিকা চাপ চাপ কফ-এর আকারে বেরিয়ে আসে।আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment