Breaking

Monday, June 6, 2016

বৃষ্টির জল ছাতার কাপড় ফুঁড়ে আমাদের গায়ে এসে পড়ে না কেন?

আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : বৃষ্টির জল ছাতার কাপড় ফুঁড়ে আমাদের গায়ে এসে পড়ে না কেন?

http://besteducationpage.blogspot.com/

ছাতার কাপড়ের বুনন খুবই ঘন হয়। সেইসঙ্গে ওই কাপড়ের গায়ে লাগানো হয় ‘জিংক সালফেট’ কিংবা সিলিকন যৌগ নামে জলনিরোধক একরকম জিনিস। তা ছাড়া, ছাতার বিশেষ গড়নও আমাদের মাথাকে জলের হাত থেকে বাঁচায়। ছাতার গড়নটা অনেকটা গম্বুজের মতো, হওয়ায় বৃষ্টির জল লম্বভাবে ছাতার কাপড়ের ওপর না পড়ে  ত্যারছাভাবে এসে পড়ে এবং ছাতার ঢালু গা বেয়ে গড়িয়ে যায়।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments: