Breaking

Friday, January 10, 2020

কাঁদলে চোখের জল পড়ে কেন? -- জানা-অজানা


কাঁদলে চোখের জল পড়ে কেন? -- জানা-অজানা
আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

আজকের বিষয় : কাঁদলে চোখের জল পড়ে কেন?


কাঁদলে চোখের জল পড়ে কেন? -- জানা-অজানা
আমাদের চোখের কোণে রয়েছে অশুগন্থি বাল্যাক্রিমাল গ্ল্যান্ড। এটা হল চোখের জলের ভাঁড়ার। অশ্রুগন্থি থেকে সূক্ষ্ম সূক্ষ্ম নালীর মধ্যে দিয়ে জল পৌছায় চোখের পাতায়। কমবেশি ছ-সেকেন্ড অন্তর আমাদের চোখের পাতা ওঠা-নামা করে। আমাদের অজান্তেই এটা ঘটে এবং চোখের ওপর নীচের মাংসপেশির সংকোচন প্রসারণই এ জন্য দায়ী। কেনো কারণে মনে দুঃখ পেলে, সে খবর আমাদের মস্তিষ্কের সংবেদী অঞ্চল মারফত ¯œায়ুর মাধ্যমে চোখের ওপর-নীচের মাংস পেশির কাছে পৌছায়। যার ফলে সেখানে সংকোচনের ঘন ঘন নির্দেশ আসে। মাংসপেশি সংকোচেেনর হার বাড়ায় সঙ্গে সঙ্গে অশ্রুগ্রন্থির ওপর চাপ বাড়ে এবং তার ফলে সেখানকার জমা জল সূক্ষ্ম নালী দিয়ে চোখের পাতায় পৌছে চোখ ভিজিয়ে দেয়। শরীরে আঘাত জনিত যন্ত্রণা হলেও এই ঘটনা ঘটে। আবার খুব আনন্দের সময় অথবা জোরো জোরে হাসার সময় মাংসপেশির বাড়তি সংকোচনের ফলেও অনেককের চোখে জল আসে।

No comments: